জলবায়ুর পরিবর্তন ঠেকাতে সহায়ক হবে এআই
- প্রযুক্তি ডেস্ক
- ২৯ জুন ২০২৪, ০০:০০
বিল গেটসের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উদ্ভাবন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজও সহজ করে তুলবে। তবে, এ ক্ষেত্রে এআই প্রযুক্তিকে অবশ্যই ভালো মানসিকতাওয়ালা মানুষ দিয়ে ব্যবহার করানো উচিত বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা।
তিনি বলেন, এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা বিনয়ী ভূমিকা পালন করেছে এআই। তবে, এর মাধ্যমে বিভিন্ন উদ্ভাবন আগের চেয়ে সহজ হয়ে উঠবে। এআইয়ের সহায়তায় আমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি মডেলিং করতে পারি, যার মধ্যে রয়েছে বিভিন্ন উপাদান ও প্রভাবক সম্পর্কে আরো ভালোভাবে বোঝা ও কিভাবে প্রোটিন তৈরি করা যায়। সব ক্ষেত্রেই উদ্ভাবনের মাত্রা বাড়িয়ে দেবে এআই। সেটি ওষুধ খাত বা পড়াশোনায় সহায়তা করা, যাই হোক না কেন।
নতুন একটি প্রযুক্তি এলে সেটিকে বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষক, ডাক্তার ও বিজ্ঞানীদের ব্যবহার করতে দেখা যায়, যাতে তারা আরো ভালোভাবে কাজ করতে পারেন। তবে সাইবার আক্রমণ বা রাজনৈতিক কাজে জড়িত ব্যক্তিরাও এআই ব্যবহার করতে পারেন’-এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি। এআইকে যে বিভিন্ন ভুয়া ভিডিও তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে, সেটিও মাথায় রাখতে হবে। এমনকি সেসব ভিডিওকে ভুয়া হিসেবে চিহ্নিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আমরা জানি, যখন কোনো কাগজের টুকরায় কিছু ছাপা হয়, তখন যে কেউই সেটি টাইপ করতে পারে। এর পরও আমরা এসব ভিডিওকে আসল হিসেবেই ধরে নেই। কারণ এর আগে ভিডিও নকল করার বিষয়টি বেশ জটিল ছিল। তবে ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হয়ে গেটস বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে- চিকিৎসাবিজ্ঞানকে এগিয়ে নেয়া, শিক্ষার অগ্রগতি ও এই জলবায়ুর সমস্যা নিয়ে কাজ করা ও উদ্ভাবনকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা